রাজ্যের খবর

ছোট্ট শিশুর দেহাংশ নিয়ে টানাটানি করছে দুই কুকুর, শোরগোল আলিপুরদুয়ারে

Two dogs are pulling with the body parts of a small child, noisy at Alipurduar

Truth Of Bengal: মাংস নয়, ছোট্ট শিশুর মৃতদেহের অংশ নিয়ে টানাটানি করছে দুটি কুকুর। এমনই এক অস্বাভাবিক ঘটনার দেখা মিলল আলিপুরদুয়ারে।

জানা যাচ্ছে, শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকার ঘটনা।এমন ঘটনা দেখে পুলিশকে খবর দেওয়া হলে তারা সেই শিশুটির মৃতদেহ উদ্ধার করে নেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল নটার খানিক পরে গুদামডাবরী এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তায় দুটি কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছে। তারা আগেই তাদের চোখে রাস্তার ধারে পড়ে থাকা একটি প্যাকেট নজরে আসে। কয়েক জন বাসিন্দা সেই দেখে এগিয়ে গেলে,  একটি কুকুর তাঁদের দেখে পালিয়ে জায়। তবে অন্যটি তখনও সেখানেই ছিল। এরপর যেই দৃশ্য সামনে এল টা দেখে প্রায় হতবাক ও চমকে ওঠে বাসিন্দারা।

এই ঘটনায় আরও জানা যায়, শিশুটির মৃতদেহের নীচের অংশ ছিল না। পিঠের দিকের অংশও খুবলে গিয়েছে। শরীরের বিভিন্ন অংশ রক্তমাখা। এই দেখে আঁতকে ওঠেন সকলে।

এরপর ঘটনাস্থলে হাসিমারা থানার পুলিশ ওই শিশুর দেহাংশ উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই এলাকাটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের কাছেই।

ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে কেউ বা কারা প্লাস্টিকে মুড়িয়ে ওই শিশুটির দেহ ফেলে দেয়। অন্য কোনও পশু সেই মৃতদেহ প্রথমে খুবলে খেতে পারে। পরে কুকুর ওই মৃতদেহের অংশ এলাকায় নিয়ে যেতে পারে। এমনই মত পুলিশের। শিশুটির বয়স এক বছরের মধ্যেই।

Related Articles