অপরাজিতা বিল পাশের দাবিতে সোচ্চার তৃণমূল, কেশপুরে অবস্থান বিক্ষোভ
Trinamool Mahila Congress protest in Keshpur demanding passage of Aparajita Bill

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- রাজ্যজুড়ে অপরাজিতা বিল পাস করতে হবে, এই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে পথে বসে বিক্ষোভ দেখালেন মহিলাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা। অপরাজিতা বিল পাস এবং তা আইনে পরিণত করা হচ্ছে না কেন্দ্র সরকারের তরফে, সেই দাবিতে বিক্ষোভ দেখিয়ে তৃণমূলের ব্লকে ব্লকে প্রতিবাদ জনসভা আয়োজিত হল রবিবার।
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের, কেশপুর বাসস্ট্যান্ডে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অপরাজিতা বিল পাস না করার জন্য রাষ্ট্রপতি কোনও পদক্ষেপ নিচ্ছেন না, তাই দ্রৌপদী মুর্মুকে আহ্বান জানান কেশপুর তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা।
পাশাপাশি রাজ্যপাল কেন আটকে রেখেছেন এই বিলকে সে নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি হাবীবা বেগম সহ ব্লকের নেতৃত্বরা। এই বিল পাস হলে আগামী দিনে মেয়েদের সুরক্ষায় কাজে লাগবে বলেও উল্লেখ করেন তৃণমূল নেতৃত্ব।