
The Truth of Bengal: শার্প স্যুটারকে লক্ষাধিক টাকা সুপারি দিয়ে খুন করা হয় সইফুদ্দিন লস্করকে।খুনের আগে ৪দিন ধরে রেইকি করা হয়।জয়নগরের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সিআইডির সাহায্যে শিগগিরি খুনের কিনারা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন, এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্ত।তৃণমূল নেতা খুন সহ ৩টি মামলা দায়ের করে চলছে জোরদার তদন্তে নেমেছে পুলিশ
.জয়নগরে তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর তথ্য
.শার্প শুটার ভাড়া করে খুন সইফুদ্দিন লস্করকে
.লক্ষাধিক টাকা সুপারি দেওয়া হয়েছিল খুনীদের
.৪দিন ধরে রেইকি করে ভাড়াটে খুনীরা
সোমবার কাকভোরে নামাজ পড়তে যাওয়ার পথে খুন হন বামনগাছি পঞ্চায়েতের সদস্য সইফুদ্দিন লস্করকে।মঙ্গলবার সেই বামনগাছিতে দেখা যায় শুনশান পরিবেশ,জটলা থাকলেও এলাকায় ভিড় নেই।ফাঁকা রাস্তায় টহল দিচ্ছে পুলিশ।রয়েছে কড়া নজর। কেন দাপুটে নেতাকে খুন করা হল ? কারা এর পিছনে রয়েছে,তা জানার জন্য পুলিস তদন্তে নামে।ধরা হয়েছে এক অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজ মেলায় তদন্তে আরও সুবিধা হয়েছে।সেই এক্সক্লুসিভ ফুটেজ এসেছে বাংলা জাগোর কাছেও। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, জয়নগরের যে জায়গায় সইফুদ্দিনের বাড়ি আছে, তার একটু দূরেই কয়েক দিন ধরে থাকছিলেন ডায়মন্ড হারবারের যুবক শাহরুল শেখ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তৃণমূল নেতার খুনে আরও তথ্য মিলেছে।জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে গুলি করে হত্যা করতে পারে ভাড়াটে খুনিরা। তদন্ত শুরুর প্রথমেই সেটা আন্দাজ করছিলেন তদন্তকারীরা। এ বার পুলিশের একটি সূত্রে জানা গেছে,, সইফুদ্দিনকে খুনের জন্য এক লক্ষ টাকার ওপর সুপারি দেওয়া হয়েছিল। খুনিরা সম্ভবত বহিরাগত।
.খুনের ঘটনায় ৩টি মামলা রুজু পুলিশের
.একটি মামলা হয়েছে সইফুদ্দিন খুনের
.দ্বিতীয় মামলা পিটিয়ে মারার ঘটনায়
.বাড়ি পোড়ানোর ঘটনায় তৃতীয় মামলা
.খুনের কিনারা করতে সিআইডির সহযোগিতা
.খতিয়ে দেখা হচ্ছে উদ্ধার হওয়া সমস্ত মোবাইল
এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন,খুব শিগিগিরই খুনের কিনারা করা যাবে বলে আশা করা হচ্ছে।দিনভর তদন্তের পর পুলিশ মনে করছে, আচমকা কেউ রাগের বশে তৃণমূল নেতাকে খুন করেননি। খুনের নেপথ্যে রয়েছে পরিকল্পনা। সকালে যে হেতু রাস্তায় লোকজনের আনাগোনা কম, তাই ওই সময়টিকে বেছে নিয়েছে আততায়ীরা।বাইরের লোকেদের আনাগোনার ওপর বাড়ানো হয়েছে নজরদারি।চলছে ধরপাকড়। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই খুনের কিনারা করতে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরদার করেছে।