সুপ্রিম রায়ে চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকাদের, মথুরাপুরে তৃণমূলের ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা
Trinamool holds protest rally and protest meeting in Mathurapur against teachers whose jobs were cancelled due to Supreme Court verdict

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত হল ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা। এই কর্মসূচিতে উপস্থিত বক্তারা জানান, সুপ্রিম কোর্টের রায়ের ফলে শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, সারা রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের সংকট তীব্র হয়েছে। শিক্ষক-শিক্ষিকা ঘাটতির কারণে বিদ্যালয়গুলির স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে, আর এর ফলে শিক্ষার মূলভিত্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উদয় হালদার বলেন, “এই সিদ্ধান্ত শুধু চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের সংসারকেই দুর্দশায় ফেলেনি, ছাত্রছাত্রীদের ভবিষ্যতও অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। তাই শিক্ষকদের পুনর্বহালের দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিল।”
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা, মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি উদয় হালদার, মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ কয়েক শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক। সভায় বক্তারা এককথায় জানিয়ে দেন, তাঁদের দাবি একটাই — ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দিতে হবে। সরকারের কাছে দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।
বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড ভেঙে পড়লে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। তাই এই আন্দোলন কেবল চাকরি বাঁচানোর নয়, শিক্ষার মান ও ভবিষ্যৎ রক্ষার লড়াই।