রাজ্যের খবর
ফের দুর্ঘটনার কবলে ট্রেন, বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি
Train accident again, goods train derails in Bankura

Truth Of Bengal: ফের বেলাইন ট্রেন। এবার বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত হল মালগাড়ি। আদ্রা খড়গপুর ডিভিশনে লাইনচ্যুত মালগাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, মালগাড়ির রেক থেকে পাথর নামানো হচ্ছিল সেই সময় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থলের যান রেল আধিকারিকরা।
সম্প্রতিকালে একাধিক ট্রেন দুর্ঘটনার সামনে এসেছে, যার জন্য বার বার প্রশ্নের মুখে পড়েছে ট্রেন প্রশাসন। আর তার মাঝেই এবার ঘটে গেল আরও এক ট্রেন দুর্ঘটনা।