তারকেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৩
Tragic road accident in Tarkeswar, 3 seriously injured

The Truth Of Bengal : হুগলী, রাকেশ চক্রবর্তী : ঠাকুর দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত তিন তারকেশ্বরে। তারকেশ্বরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জন।
জানা যায়, আহতদের নাম মানিক হাইত(২২) বাড়ি তারকেশ্বর ডিগ্রী কলেজ, মঙ্গলদীপ মন্ডল (৩০) বাড়ি তারকেশ্বর নতুন গ্রাম এবং বলাই সাউ (২০) বাড়ি তারকেশ্বর শরৎ পল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, তারকেশ্বরের বদ্যিপুর এলাকায় একটি শ্মশান কালীর পূজা ছিল। সেই পুজো দেখে বাইকে ফেরার পথে বর্ধমান -জয়কৃষ্ণ বাজার রোডের চাউল পট্টি মোড়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেই সময় ধনিয়াখালির দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারে। ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের তিনজনকেই আরামবাগে স্থানান্তরিত করা হয়। সেখানে বলাই সাউ মারা যান