রাজ্যের খবর

নদিয়ার শিমুরালিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ছাত্রীর

Tragic road accident in Shimurali, Nadia, student dies

Truth Of Bengal: নদিয়ার চাকদা থানার শিমুরালির রাউতাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। শনিবার সকালে এই পথ দুর্ঘটনাটি ঘটে। স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল ওই স্কুল ছাত্রী। সেই সময় দ্রুত বেগে ছুটে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা মারে।

ঘটনাস্থলে ওই ছাত্রীর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃত ছাত্রীর নাম প্রীতি ঘোষ। রাউতাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সে। এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। যথাযথ যানবাহন নিয়ন্ত্রণ না হওয়ার কারণে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। কথা বলেন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেন পুলিশকর্তারা।

চাকদা থানার আইসি জানেন, এরকম দুর্ঘটনা কেউ চান না। পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। যানবহন নিয়ন্ত্রণে আগামী দিনে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে। সব সময় রাস্তায় যানবাহনের চাপ থাকে, সরু রাস্তা হওয়ায় সেই চাপ বেশি। কিভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় তার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা তাদের দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হোক সেই আবেদন তাদের। ওই কিশোরীর মা আগেই মারা গিয়েছেন। বাবা গৌতম ঘোষ ও জ্যাঠা-জেঠিমার কাছে মানুষ হচ্ছিল সে। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নিল।

Related Articles