রাজ্যের খবর

ঐতিহ্যবাহী আঙিনায় বাড়ছে যানবাহনের দৌরাত্ম্যে, হেরিটেজ রক্ষায় আবেদন আশ্রমিকদের

Traffic accidents are increasing in Santiniketan

The Truth of Bengal: শান্তিনিকেতনের সঙ্গে জড়িয়ে রয়েছে সারাবিশ্বের বাঙালির আবেগ। সেই শান্তিনিকেতনের মুকুটে যুক্ত হয়েছে নয়া পালক। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। উৎফুল্ল  রাঙামাটির দেশের মানুষ তাই এই বিশ্বকবির স্বাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে আগলে রাখতে বদ্ধপরিকর। আশ্রমিক প্রাক্তনী, পড়ুয়া থেকে সবাই চান, শান্তিনিকেতন হয়ে উঠুক স্বপ্নের দিশারী,যেখানে বিশ্বসভ্যতার সার্থক মিলন স্পষ্ট হয়েছে।কিন্তু এখন সেই শান্তিনিকেতনে বাড়ছে যানবাহনের দৌরাত্ন্য। বড় গাড়ি থেকে টোটো,সবই ঢুকে পড়ছে কোর এরিয়ায়।

ঐতিহ্যবাহী এই ময়দানে ,টোটো চালকদের দৌরাত্ম্যের জেরে এই রাস্তায় চলাচল করাও দায় হয়ে উঠেছে ৷ এখানেই আছে ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, ছাতিমতলা, রবীন্দ্রভবন সংগ্রহশালা ৷ অথচ এগুলির সামনে গজিয়ে উঠেছে টোটো ও চারচাকা গাড়ির স্ট্যান্ড।কেন প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ?এতে  তো বিঘ্নিত হচ্ছে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ?

তাই বোলপুরের এই চিরন্তন প্রতিষ্ঠানের হেরিটেজ রক্ষায় পরিবেশপ্রেমীরাও চান,বড় গাড়ির মতোই ছোট গাড়িতেও লাগাম টানা হোক। সবদিক বিবেচনা করে পুরসভা এবার ঐতিহ্যের ভূমির গৌরব রক্ষায় কতটা কার্যকরী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে সবমহল।

Related Articles