
The Truth of Bengal: পঞ্চায়েতে জোরদার হচ্ছে খেলা হবে স্লোগান। এবার ফুটবল পায়ে ভোট প্রচার করলেন সন্দেশখালির জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সেখ শাহজাহান ও শিবপ্রসাদ হাজরা। অন্য আঙ্গিকে এই প্রচার সুন্দরবনবাসীর মনে দাগ কাটবে বলে আশা ঘাসফুলের প্রার্থীদের।
‘বাইরে থেকে বর্গী এল, চটির হাওয়ায় ভেসে গেল৷ দিল্লি এবার আসছি, তবে বন্ধু আবার খেলা হবে’৷ এই খেলা হবে স্লোগান-একুশের ভোটের আসরে সাড়া ফেলে। ভোটের ময়দান থেকে জনতার মঞ্চে রীতিমতো তোলপাড় ফেলে এই খেলা হবে স্লোগান। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভাঙা পায়ে ফুটবল নিয়ে ভোটের লড়াইকে ছন্দময় করার চেষ্টা করেন।
এবার পঞ্চায়েত ভোটেও সেই ফুটবলকেই প্রচারের অস্ত্র করলেন তৃণমূল প্রার্থীরা। সুন্দরবনের সন্দেশখালিতে ফুটবল পায়ে ভোটারদের মাত করেন ঘাসফুলের প্রার্থীরা। জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সেখ শাহজাহান ও শিবপ্রসাদ হাজরা পায়ে পায়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন গ্রামের মানুষদের আড্ডার আসরে। গুলি-বোমার লড়াই নয়, সুন্দরবনে র মানুষ বলছেন, বাঙালির সেরা খেলা ফুটবলই শান্তির সুর বাঁধুক। প্রার্থীরাও কনফিডেন্ট উন্নয়নের ইস্যুই তাঁদের ডিভিডেন্ট দেবে। সুন্দরবনের ঘাসফুলের শক্তি বাড়াতে হাল্কা মেজাজে প্রচারই রাজনীতির গুরুগম্ভীর মঞ্চকে জমিয়ে তুলছে.,…