রাজ্যের খবর

টিটাগড়ে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১

Titagarh youth hacked to death, 1 arrested

Truth Of Bengal: হোলির দিনে যুবককে কুপিয়ে খুন। শুক্রবার ঘটনাটি ঘটে, টিটাগর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিন ওই এলাকায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুন করে এক ব্যক্তি। জানা যায়, রং খেলার নাম করে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে নিয়ে গিয়ে আচমকাই তাকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে।

আরও জানা যায়, জয়শ্রী কেমিক্যালসের সামনে ওই TMCP কর্মীকে খুন করে ওই ব্যক্তি। এরপর এই ঘটনা দেখতে পেয়ে সাথে সাথে স্থানীয়েরা পুলিশকে খবর দেয়। এরপর সেই খবর পেয়ে পুলিশ ওই ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর তারা এই  খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দা পবন রাজভর গ্রেফতার করে।

Related Articles