ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর তিনটি গ্যারেজ, আতঙ্ক মুর্শিদাবাদে
Three garages were burnt to ashes in a terrible fire, panic in Murshidabad

The Truth Of Bengal : সুদীপ রায়- মুর্শিদাবাদ : ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ভস্মীভূত পরপর তিনটি গ্যারেজ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের উমরপুরে। ঘটনায় স্থানীয়রা যথেষ্ট আতঙ্কিত।
জানা যায়, সোমবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের উমরপুর পাওয়ার হাউসের শর্ট সার্কিট এর ফলে পরপর তিনটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফলে নিমেষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় তিনটি গ্যারেজ। এরপর স্থানীয়রা আগুন দেখে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব না হলে এলাকাবাসীরা দমকলে খবর দেয়। কিছুক্ষের মধ্যেই দমকলের ২ টি ইঞ্জিন এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আসে।
অগ্নিকাণ্ডের ফলে পাওয়ার হাউসের ভেতরে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণ করতে হাত লাগায় স্থানীয় মানুষজন পরে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।