রাজ্যের খবর

এবার সিউড়ীতে পোস্টার‍ যুদ্ধ, ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পাল্টা কী জানেন?

This time there is a poster war in Siuri, do you know what the 'Hindu Hindu Bhai Bhai' response is?

Truth Of Bengal: ছাব্বিশের ভোট-এর যুদ্ধ যে শুরু হয়ে গিয়েছে তা দিব্যি টের পাচ্ছেন বঙ্গবাসী। সম্প্রতি বেশ কয়েকটি জায়গায় পোস্টারের পাল্টা পোস্টার যুদ্ধ চলছে। এবার তেমনই ছবি ধরা পড়ছে বীরভূমের সিউড়ীতে। সিউড়ীর দেওয়ালে দেওয়ালে নজড় কাড়ছে বিজেপির পোস্টার। এক এক পোস্টারে এক এক রকমের লেখা।

কোনটাতে লেখা ‘হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলাতে এবার বিজেপি চায়’, তো কোনটাতে লেখা ‘হিন্দু হিন্দু ভাই ভাই, সিন্ডিকেট রাজ খতম চায়’। আর সেই সকল পোস্টারের বিরুদ্ধে পাল্টা পোস্টার সাঁটিয়েছে তৃণমূল। তৃণমূলের সেই পোস্টারে লেখা রয়েছে, ‘হিন্দু যদি ভাই ভাই, গ্যসে কেন ছাড় নাই।’

Related Articles