রাজ্যের খবর

এবার বিনা চিকিৎসায় প্রাণ হারানোর ঘটনা বেসরকারি নার্সিং হোমে, চাঞ্চল্য বারুইপুরে

This time, a case of death due to lack of treatment occurred in a private nursing home, a sensation in the Baruipur area

Truth Of Bengal: বারুইপুর: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগনার বারুইপুরে। মৃতের নাম রমজান মন্ডল, বয়স ৫৪। তিনি সোনারপুর থানার দক্ষিন চৌহাটির বাসিন্দা।

রবিবার সকালে ডাইরিয়া জনিত সমস্যায় বারুইপুর রেল ওভার ব্রিজ সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে তিনি ভর্তি হন। অভিযোগ, সেখানে সঠিক চিকিৎসা না করে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় রোগীকে। সন্ধ্যায় জানানো হয় রমজান মণ্ডল মারা গিয়েছেন।

এরপরই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। নার্সিং হোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

Related Articles