রাজ্যের খবর

ভাঙন কবলিত এলাকায় সুরক্ষায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ

The state government has taken significant measures for safety in areas affected by erosion.

Truth of Bengal: অভিষেক দাস,মালদা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনা ও রাজ্য সরকারের সদর্থক উদ্যোগে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে শুরু হলো এক বৃহৎ প্রকল্প। সেচ দফতরের উদ্যোগে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ১৭০০ মিটার নদীপাড় বাঁধার কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র।

গত বছর কামালতীপুর এলাকায় গঙ্গার প্রবল ভাঙ্গনে বহু বিঘা চাষের জমি, বসতবাড়ি, এমনকি রাস্তাঘাট নদীগর্ভে তলিয়ে যায়। ক্ষতির মুখে পড়েন বহু পরিবার। সেই অভিজ্ঞতা থেকেই এবছর আগেভাগেই ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে শুধু পাড় রক্ষা নয়, বরং এলাকার মানুষের জীবিকা, নিরাপত্তা এবং সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

গোপালপুরের কামালতীপুর এলাকায় অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী, মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, স্থানীয় জেলা পরিষদ সদস্যা মালা রহমান, গোপালপুর অঞ্চলের প্রধান, সেচ দপ্তরের আধিকারিকরা সহ বহু সাধারণ মানুষ ও জনপ্রতিনিধি।

অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে এবং এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে শুভ সূচনা করেন বিধায়িকা সাবিত্রী মিত্র। তিনি জানান, “এই কাজের গুণগত মান যাতে বজায় থাকে এবং কোনরকম দুর্নীতি বা অসুবিধা না হয়, সেদিকে আমরা কড়া নজর রাখব। এলাকার মানুষও যাতে প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে কাজ বুঝে নেন, তাও নিশ্চিত করতে হবে।”

মানুষের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন এবং ভাঙ্গন রোধে রাজ্য সরকারের এই পদক্ষেপ এলাকায় স্বস্তি এনে দিয়েছে। সাধারণ মানুষ আশাবাদী, এই প্রকল্প বাস্তবায়িত হলে গঙ্গার রুদ্ররূপ থেকে কিছুটা হলেও রেহাই মিলবে।

Related Articles