রাজ্যের খবর

ফুলবাড়ির জিয়াগঞ্জ থেকে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ! ঘটনায় গ্রেফতার ২ 

The Truth Of Bengal: ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও এসটিএফ। এরপর সেখানে সাইকেলের যন্ত্রাংশ ভর্তি ট্রাক আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নিষিদ্ধ নেশার কাফ সিরাপ।

এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম হারদীপ সিং ও মনজিৎ সিং। দুজনেই পাঞ্জাবের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাইকেলের যন্ত্রাংশ ভর্তি ট্রাক থেকে ১০ হাজার বোতল নিষিদ্ধ নেশার কাফ সিরাপ উদ্ধার হয়েছে। এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

কাফ সিরাপ পাঞ্জাব থেকে আগরতলায় নিয়ে যাওয়া হচ্ছিল। সোমবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও এসটিএফ।

Related Articles