
The Truth of Bengal: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বছরভর সবাই প্রতীক্ষায় থাকে সেই উৎসবের। দেখতে দেখতে এসেই গেল দুর্গোৎসব। দিকে দিকে ফুটে ওঠা কাশফুল জানান দিচ্ছে পুজো আসতে আর আর মাত্র কয়েকটা দিন। সেজে উঠছে বিভিন্ন ধরনের থিমের মণ্ডপ। নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলতে ব্যস্ত থিম মেকাররা। অনেক মণ্ডপে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। অনেক শিল্পী আবার তাঁদের স্টুডিয়োতে তৈরি করছেন থিমের উপকরণ ও প্রতিমা। গত ১৮ বছর ধরে বিভিন্ন কারুকার্যের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিভিন্ন মণ্ডপ সাজিয়ে তুলছেন দাসপুরের প্রেমচাঁদ মুখোপাধ্যায়।
এবছর তার ব্যতিক্রম হয়নি। এবার ঘাটাল মহকুমার বিভিন্ন পুজো মণ্ডপের কাজ ফুটে উঠবে দাসপুরের প্রেমচাঁদ মুখোপাধ্যায়ের হাতে। শরতের কাশফুল থেকে শুরু করে ঢাক হাতে দাঁড়িয়ে ঢাকি, রয়েছে দুর্গামূর্তি।এখন চলছে চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। গত ১৮ বছর ধরে বিভিন্ন কারুকার্যের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিভিন্ন মণ্ডপ সাজিয়ে তুলছেন দাসপুরের দাসপুরের প্রেমচাঁদ মুখোপাধ্যায়। এবছর তার ব্যতিক্রম হয়নি।
এই সমস্ত কারুকার্য তিনি ফুটিয়ে তুলছেন প্লাই বোর্ড, বিভিন্ন রঙের উল, সুতো ও পেরেক সহকারে। দাসপুরের প্রেমের এই কাজে মন জয় করেছে জেলাবাসীর। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী তিনি।ছোট থেকে দাসপুরের প্রেমচাঁদ মুখোপাধ্যায় নিপুন দক্ষতায় ছবি আঁকতেন। সেই সূত্রে পুজোর কাজের সঙ্গে তাঁর যুক্ত হওয়া। গত ১৮ বছর ধরে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ সাজিয়ে তুলছেন। প্রতিবছর তাঁর কাজ নজর কাড়ে দর্শকদের। এবছরও তাঁর কাজ ফের নজর কাড়বে বলে আশাবাদী শিল্পী।