রাজ্যের খবর

রাজ্যপালকে কালো কাপড়, গো ব্যাক স্লোগান, রাস্তায় দাড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

Kalyani University

The Truth of Bengal:  রাজ্যপালকে কালো কাপড়, গো ব্যাক স্লোগান। বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় দাড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজ্যপালের কনভয় ঘিরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। গো ব্যাক স্লোগান। দীর্ঘ টালবাহানার পর স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ৭ ডিসেম্বর ওই সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সমাবর্তন নিয়ে গত কয়েক দিন ধরেই আপত্তি শুরু করে শিক্ষক বন্ধু সমিতি। এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংগঠনও এর প্রতিবাদে বিক্ষোভ দেখায়।

এর পরই সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার থেকেই সমাবর্তন স্থগিতের দাবিতে বিক্ষোভ শুরু হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। তৃণমূল ছাত্র পরিষদ এবং শিক্ষাবন্ধু সংগঠন উপাচার্যের সচিবালয়ে তালা মেরে দেয়। দীর্ঘক্ষণ নিজের অফিসে আটকে থাকেন উপাচার্য। প্রায় রাত ৯টা নাগাদ রেজিস্টার কমিটি বাতিলের কথা ঘোষণা করেন। তার পর খোলা হয় তালা। এর পর সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করার কথাও ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েই রয়েছে এখন অস্থায়ী উপাচার্য। এই অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সঙ্ঘাতও কম হয়নি। এর পর বিষয়টি গড়ায় আদালতে। অস্থায়ী উপাচার্যদের বৈধতা নিয়ে ওঠে প্রশ্ন। এই পরিস্থিতি সমাবর্তন অনুষ্ঠান করায় আপত্তি তুলেছিল ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের একাংশ। এ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেই আন্দোলনের কাছে এক প্রকার নতি স্বীকার করে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হল।

Related Articles