রাজ্যের খবর

পাঁঠার জন্মদিন পালন! ভিডিও দেখে অবাক হবেন আপনিও

The birthday of the lamb is celebrated! You will be surprised to see the video

Truth Of Bengal: রীতিমতো কেক কেটে, জন্মদিনের গান গেয়ে ও ভোজের মাধ্যমে পালন করা হল পাঠার জন্মদিন। নিমন্ত্রিত অতিথিরা পাত পেরে খেলেন ভাত, ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও মিস্টি। বৃহস্পতিবার রাতে এমনই অবাক করা ঘটনা ঘটেছে চুঁচুড়া বুনোকালিতলাতে।

এই অবাক করা ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, গত বছর ২রা জানুয়ারি শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা ছাগল বন্ধু বাবলু ওঁরাও-এর বাড়িতে চলে আসে। তার এক বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হল। বাবলু নিসন্তান, ওই পোষ্যকে সন্তানের মত করে বড় করছে।

সঞ্জিব ঘোষ, রতন পাশোয়ান সহ অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করি অনেকেই তো কুকুর বিড়ালের মত পোষ্যের জন্মদিন পালন করে। আমরা যদি বাবলুর পোষ্য পাঁঠা রাজাকে পাওয়ার দিন তার জন্মদিন হিসাবে পালন করি কেমন হয়। নতুন বছরে একটু আনন্দ খাওয়া দাওয়া করা যাবে। সেই মত হয় সব আয়োজন। বেলুন আলো দিয়ে সাজানো হয়। পাঁঠাকে নতুন পোশাক পড়ানো হয়। কেক কেটে হয় জন্মদিন পালন। কথায় বলে পয়সা থকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। তবে এক্ষেত্রে হয়ত আনন্দটাই সব। বাবলুর বন্ধুরা সকলেই প্রায় দিন মজুর।

Related Articles