দাউদাউ করে জ্বলছে বাইকের গ্যারেজ, চাঞ্চল্য এলাকায়
The bike garage is on fire in Chanchalya area

The Truth Of Bengal : প্রকাশ মন্ডল, আলিপুরদুয়ার :- আগুনে ভস্মীভূত একটি বাইকের গ্যারেজ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধুলাগাঁও বাজার এলাকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, শনিবার সকালে এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। এদিকে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে বাইকের গ্যারেজে থাকা প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে এবং আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতো বলেই আশঙ্কা স্থানীয়দের। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ধুলাগাঁও বাজার এলাকা। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কেন্দ্রের কর্মীরা।