রাজ্যের খবর

সবথেকে বড় লক্ষ্মী প্রতিমা কোথায়? জেনে নিন

The biggest Lakshmi idol in words? find out

Truth Of Bengal: প্রতিবছর কোথাও না কোথাও লক্ষ্মী পুজোয় নানান ধরনের অভিনবত্ব দেখা যায়। এই যেমন গতবছর বীরভূমের পুরন্দরপুর এলাকায় আদিরে পাড়ায় তৈরি করা হয়েছিল ২৫ ফুটের লক্ষ্মী প্রতিমা। পুজো উদ্যোক্তাদের তরফ থেকে সেই সময় দাবি করা হয়েছিল, এর চেয়ে বড় লক্ষ্মী প্রতিমা রাজ্যে আর কোথাও হয়নি।

জানা যাচ্ছে, বীরভূমের এই আদিরে পাড়ায় ৩৭ বছর ধরে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। প্রতিবছর মহা ধুমধামে পুজোর আয়োজন করা হলেও গত ৩ বছর থেকেই বড় মূর্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ৩ দিন ধরে পুজো করা হয়ে আসছে। এই বছর তারা রবিবার প্রতিমা রাখবেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দেখার জন্য।

এই বছর তাদের পুজোয় বিশেষ আকর্ষণ হল লক্ষ্মী প্রতিমার সঙ্গে নারায়নকে আহবান জানানো। তাদের প্রতিমায় দেখা যাচ্ছে, দেবী লক্ষীর পাশাপাশি রয়েছে নারায়ণের বিশাল মূর্তি। এখানকার এই পুজোর উদ্যোগের পিছনে রয়েছেন এলাকার মহিলারা। যারা তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে টাকা দিয়ে এই পুজো করে থাকেন।

Related Articles