তৃণমূলের সভা শেষে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ১৬ জন কর্মী সমর্থক
Terrible road accident on the way back after Trinamool meeting, injured 16 activists and supporters

The Truth Of Bengal : তৃণমূলের সভা শেষে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ১৬ জন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মথরাপুরের কৃষ্ণচন্দ্রপুর নির্বাচনী সভা থেকে ফেরার পথে মান্নার চক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার প্রায় সন্ধ্যা সাতটা নাগাদ মথরাপুরের কৃষ্ণচন্দ্রপুর তৃনমূলের নির্বাচনী সভা থেকে ফেরার পথে এক বাইক চালক একটি সাইকেল চালককে ধাক্কা মারে। তখনই পিছনে ছিল তৃণমূল সমর্থকদের ইঞ্জিনভ্যান। এরপর বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। ইঞ্জিনভ্যানটি রায়দীঘির দিকে যাচ্ছিল। এই ঘটনায় ভ্যানে থাকা ১৫ থেকে ১৬ জন তৃণমূল সমর্থক গুরুতরভাবে আহত হয়। তাদেরকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় তাদের।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে, মথরাপুর লোকসভার, প্রার্থী বাপি হালদার, রায়দিঘির বিধায়ক ডক্টর অলক জলদাতা, রায়দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, দেবশ্রী সিনহা ,জেলা পরিষদ সদস্য উদয় হালদার, সহ ব্লক সভাপতি প্রশান্ত সরকার ,এবং তৃণমূলের কর্মীগণ। দুজন তৃণমূল মহিলা কর্মী সমর্থক গুরুতরভাবে আহত হওয়ায় তাদেরকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মথরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার ও রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা আহত ব্যক্তিদের পাশে থাকার আশ্বাস দেন।