রাজ্যের খবর

নদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকানের একাংশ

Terrible fire in Nadia, burnt part of shop

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল পরপর ছয়টি দোকান। লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি হাসপাতাল মোড় এলাকায়।

জানা যায়, নাকাশীপাড়া থানার অন্তর্গত বেথুয়া ডহরি হাসপাতাল মোড়ে রাস্তার দু’পাশে একাধিক দোকান রয়েছে। প্রতিদিনের মতোই দোকানদাররা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত প্রায় বারোটা নাগাদ তাদের কাছে ফোনের মাধ্যমে খবর যায় আগুন লেগেছে। এরপর তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পরপর ছয়টি আগুনে নিমেষে পুড়তে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকলের একটি ইঞ্জিন।

প্রাথমিকভাবে একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা হয়। এরপর দমকলের আরো দুটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ছয়টি দোকানের সবটাই পুড়ে ছাই হয়ে যায়। ঘটরাস্তলে পৌঁছায় নাকাশীপাড়া থানার পুলিশ। স্থানীয় এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগে থাকতে পারে। তবে কি কারনে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল কর্মীরা।

Related Articles