বাঁকুড়ার খাতড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৩ টি দোকান, ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
Terrible fire in Khatra of Bankura, 13 shops burnt to ashes, 3 fire engines at the spot

The Truth Of Bengal : বাঁকুড়া:- কৈলাস বিশ্বাস : ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল মোট ১৩ টি দোকান। গতকাল রাত প্রায় আড়াই টা নাগাদ ঘটনাটি ঘটে খাতড়ার পাম্পমোড় এলাকায়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প।
জানা যায়, বাঁকুড়ার খাতড়া পাম্প মোড় এলাকায় রাস্তার ধারের ফুটপাথে একের পর এক চা, জলখাবার, মাংস ও মাছের দোকান ছিল। রবিবার রাত আড়াইটা নাগাদ কর্তব্যরত সিভিক কর্মীদের নজরে আসে পাম্প মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত দমকলে খবর দেন ওই সিভিক কর্মীরা। লাগোয়া এলাকায় দমকল কেন্দ্র থাকায় সেখান থেকে দমকলের কর্মীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের প্রায় ১৩ টি দোকানে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে খাতড়া দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ও বাঁকুড়া দমকল কেন্দ্র থেকে আরো একটি ইঞ্জিন তলব করা হয়। তিনটি ইঞ্জিন লাগাতার ভাবে প্রায় আড়াই ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই ১৩ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
দমকল সময়মতো পৌঁছে যাওয়ায় ও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প। স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, দোকানগুলির কোনো একটি দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার থাকায় সেই সিলিন্ডারগুলি ফেটে যায়। আর তাতেই খুব কম সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে আগুন ভয়াবহ আকার নেয়। ঘটনার খবর শুনে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা। আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আস্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ রাজ্যের মন্ত্রী।