পড়ুয়াদের স্কুলমুখী করতে এবার বাড়ি বাড়ি ঘুরছেন আনখোনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা
Teachers at Ankhona Primary School are now going door to door to encourage students to go to school.

Truth Of Bengal: শিক্ষা প্রতিষ্ঠান হল সন্তানদের ভবিষ্যৎ গড়ার কারখানা। ছাত্র-ছাত্রীদের ভালোবেসে স্কুলে নিয়ে আসতে তাই আনখোনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অনেক সময় গ্রামের পাড়ায় পাড়ায় যায় ছাত্রদের বাবা মাদের সাথে কথা বলতে। যাতে পড়ুয়ারা নিয়মিত স্কুলে আসে।
পূর্ব বর্ধমানের কাটোয়া কালনা মহাকুমার অধিকাংশ স্কুলেই দেখা গিয়েছে। ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে এবার পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরেছেন শিক্ষকরাই। তবে এক সময় করোনা মহামারী ও লকডাউন যে দেশের শিক্ষা ব্যবস্থার সমূলে আঘাত করেছে তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে করোনা মহামারী ও লকডাউন পরিস্থিতি কাটিয়ে গোটা দেশের সঙ্গে ধীরে ধীরে ফিরেছি আমরা।
আনখোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুল সংলগ্ন এলাকা আনখোনা সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় গিয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পড়ুয়াদের স্কুলে পাঠানোর ব্যাপারে অভিভাবকদের আবেদন জানান। তবে তিনি একা নন, অন্যান্য
শিক্ষক-শিক্ষিকারাও থাকেন সঙ্গে একই ভূমিকায় বলে জানান শিক্ষা ব্যবস্থাকে ছন্দে ফেরাতে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী হওয়া জরুরি বলে মনে করেন আনকোনা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা। আরো শিক্ষকরা বলেন, ‘পড়ুয়াদের ক্লাসে উপস্থিতির হার খুবই কম। আমরা চাইছি, পড়ুয়ারা আবার স্কুলমুখী হোক। ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করাতে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তাঁদের এব্যাপারে সচেতন হওয়া জরুরি।’
তাই অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং পড়ুয়াদের স্কুলে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেই বাড়ি-বাড়ি ঘুরছেন। এলাকার এক ব্যক্তি জানান, স্কুলের শিক্ষকেরা পড়ুয়াদের বাড়ি-বাড়ি ঘুরে বোঝাচ্ছেন। এটা অভিনব উদ্যোগ। সত্যিই খুবই ভালো কাজ এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই।
স্কুলের আরো এক শিক্ষক বলেন, “স্কুলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেগুলো আমরা দেখছি এবং আরো উন্নত করব। এখন স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যাটা অনেকটাই বেড়েছে প্রায় চারশো ৯৫ জন মত ছাত্র-ছাত্রী।”