
The Truth of Bengal: দুটি পাতা একটি কুড়ির জীবনছন্দে সামিল চা শ্রমিকদের সন্তানরা জীবনের বদল চায়। অনেকই চায়, অ আ ক খ শিখে শিক্ষক,চিকিত্সক বা বিজ্ঞানী হয়ে জ্ঞান চর্চায় সাড়া ফেলতে। কিন্তু তাঁরা প্রথাগত শিক্ষার পাতায় মন রাখতে নারাজ। চেনা পাঠের রীতিতে পরিবর্তনে ইচ্ছুক।একথা বুঝেই তাঁদের মনের মতো পাঠদানের ব্যবস্থা করেছেন জলপাইগুড়ির যুবক ব্রিজেশ সার্কি।
প্রকৃতির কোলেই আনন্দপাঠের আসর বসান তিনি। পড়াশোনার বইয়ের বাইরে নানা গল্পের বই রয়েছে এই উন্মু্ত্ত পাঠাগারে। খেলার ছলে পড়া বা পড়া পড়া খেলার তাঁর এই স্বকীয় ভাবনা সাড়া ফেলছে। সামসিং বাগান এলাকায় এই বিকল্প পাঠ বড় আনন্দের ঢেউ তুলেছে। রাবীন্দ্রিক ভাবনায় মানুষ গড়ার কারখানা তৈরি হয়েছে এই সবুজ পরিবেশে। বর্তমানে কিছু কিছু এলাকায় স্কুল পড়ুয়াদের মধ্যে নেশার প্রবণতা দেখা যায়। সেই অন্ধকার দিকে যাতে পড়ুয়ারা না যায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
শিক্ষাদানের শিবিরে পড়াশোনা শুরুর আগে ধ্যানের মাধ্যমে মন সংযোগ বাড়ানোর চেষ্টাও হচ্ছে। নিয়মিত এই শিবিরে এসে খুশি ছাত্র-ছাত্রীরাও। পড়াশোনা শেষে সবাই একসঙ্গে ছুটির দিন গুলিতে খেলাধূলায় মেতে ওঠে। তাতে পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশ যেমন ঘটছে তেমনি পড়াশোনা ও খেলাধুলার প্রতি আগ্ৰহ বাড়ছে।