রাজ্যের খবর

সংস্কারের জন্য সরানো হয়েছিল বিগ্রহ! আবার গর্ভগৃহে ফিরল তারা মায়ের মূর্তি

Tarapith Mandir

The Truth of Bengal: ‘কালী কালী বল রে আজ’ কোনও বাধাই বাধা থাকে না, স্মরণ করলে মায়ের নাম৷ এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে তারাপীঠ মন্দির থেকে বের করা হয়েছিল তারা মায়ের মূর্তি। মন্দির সংস্কারের জন্য গত সোমবার বিগ্রহকে বের রাখা হয়েছিল পাশের শিব মন্দিরে। মন্দির সংস্কারের কাজ প্রায় সম্পূর্ণ। এবার আবার স্বস্থানে ফিরলেন তারা মা। ফিরে এলেন মূল মন্দিরের গর্ভগৃহে। তার আগে মন্দির সহ গর্ভগৃহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কাজ শেষ হতেই আগের জায়গায় ফেরানো হল তারা মা-কে।

গর্ভগৃহে মার্বেল বসানোর পাশাপাশি মন্দির রং করা ও সংস্কারের কাজ করা হয় এই কয়েকদিন। আর সেই কারণেই পাশের একটি শিব মন্দিরের মা তারার বিগ্রহ স্থানান্তরিত করা হয়েছিল। এই শিব মন্দিরে আগেও মা তারার বিগ্রহ স্থানান্তরিত করে সংস্কারের কাজ করা হয়েছে। কিন্তু মন্দির ছোটো হওয়ায় ভক্তদের সমাগম হলে পরিস্থিতি সামলাতে কঠিন হয়ে দাঁড়াত। তাই এবার নিত্যপুজো চালু রেখে ভক্ত সমাগম আটকানো হয়েছিল।

তারপীঠ রাজ্যের অন্যতম জনপ্রিয় পীঠস্থান। প্রত্যেক দিনের নিত্যপুজোর পাশাপাশি মঙ্গল ও শনিবার বিশেষ পুজোর আয়োজন করা হয়। সামনে কৌশিকি অমাবস্যার বিশেষ তিথি। প্রচুর ভক্ত তারাপীঠে ভিড় করবেন বলে মনে করা হচ্ছে। তার আগেই মন্দির সংস্কারের কাজ সেরে ফেলে ফেলার লক্ষ্যে কাজ শুরু হয়। যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শেষ করে এবার মূল গর্ভগৃহে ফেরানো হল মা তারাকে।