রাজ্যের খবর

বিজেপি কার্যালয়ের সামনে রামের প্রতীকি মূর্তি, রাম আবেগে ভাসছে বীরভূম

Symbolic statue of Ram in front of BJP office

The Truth of Bengal: সোমবার রামমন্দিরের উদ্বোধন। দেশজুড়ে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি লক্ষ্যণীয়।তারমাঝে বীরভূমে বিজেপির উদ্যোগে রামের প্রতীকি মূর্তি তৈরির উদ্যোগ দেখা যাচ্ছে। লালমাটির জেলায় গেরুয়ার এই রাম  রাজনীতি কর্মীদের মনবল বাড়ানোর উদ্দেশ্যে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সিউড়ির বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থাকা ৪০ফুট বাই ৬০ ফুট জায়গায় এই রামের প্রতীকি মূর্তি তৈরি করা হয়েছে।যাতে তালপাতা থেকে নানা সামগ্রী ব্যবহার করা হয়েছে।

রবিবার এই প্রতীকী মূর্তি তৈরীর কাজ শেষ হয়। বিজেপি নেতারা বলছেন, ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এই প্রতীকি মূর্তি ভক্তদের দেখার জন্য খুলে দেওয়া হবে। মোট ৫০ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানা যাচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে। এই প্রতীকী মূর্তি আয়তনে এতটাই বড় করা হচ্ছে যে এটি ওয়ার্ল্ড রেকর্ডের জন্য যেতে পারে বলেও আশা করছেন উদ্যোক্তারা।

রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য বিজেপি নেতৃত্ব প্রচারে নানা চমক দিচ্ছে।কোথাও রামের প্রতীকি মূর্তি তৈরি করা হচ্ছে।কোথাও আবার রাম গান গাওয়া হচ্ছে মেরুকরণের ভিত শক্ত করতে।বিজেপি বিরোধী মানুষ বলছেন,রামচন্দ্রের কথা বা রামের গান ভক্তসমাজ পরিবেশন করছে তা ভালো।কিন্তু সেই রাম আবেগকে কাজে লাগিয়ে ভোটের প্রচারে শান দেওয়া একেবারেই বাঞ্চনীয় নয়।

Related Articles