বেহাল রাস্তায় বাড়ছে দুর্ভোগ দ্রুত মেরামতে আশ্বাস প্রশাসনের
Suffering 2 Increasing and Dilapidated Roads, Administration Ensures Speedy Repairs

The Truth of Bengal: প্রতিদিন হাজার দশেকের বেশি মানুষের যাতায়াত। মাছ ও সবজি ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষজন রোজই এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। এই রাস্তাতেই পড়ে জয়েনপুর, হোগলকুড়িয়া গ্রাম। এই রাস্তার দু’পাশে একাধিক বহুতল আবাসন থেকে শুরু করে বাড়ি মিলিয়ে কয়েক হাজার বাসিন্দার বসবাস। সোনারপুর ও বিষ্ণুপুর এলাকার সঙ্গে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপুর্ণ রাস্তা জয়েনপুর থেকে নেপালগঞ্জ যাওয়ার এই রাস্তা। মাত্র ৬ মাস আগে তৈরি হয়েছিল। ব্যয় হয়েছিল প্রায় ৬১ লক্ষ টাকা।
এলাকার মানুষের সুবিধায় তৈরি হয়েছিল রাস্তা। বর্ষায় সেই রাস্তা বেহাল হয়ে পড়েছে। খানা খন্দে ভরে গিয়েছে। একাধিক জায়গায় তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। ঘটছে দুর্ঘটনা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা হওয়ায় এমন দশা বলে জানিয়েছে এলাকার লোকজন। গুরুত্বপুর্ণ এই রাস্তার পাকাপাকি সংস্কারের দাবি উঠেছে।যত টাকা বরাদ্দ করে এই রাস্তা তৈরি করা হয়েছিল তাতে এত তাড়াতাড়ি ভেঙে পড়ায় প্রশ্ন উঠছে।
অভিযোগের আঙুল উঠছে ঠিকাদারের দিকে। এলাকার মানুষের কথা ভেবে দ্রুত এই রাস্তা আবার সংস্কার করা হবে বলে জানিয়েছে, বনহুগলি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সর্দার।এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ কলকাতা শহরে কাজে যান৷ তাই এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার মানুষের কাছে। তৈরি হওয়ার পর এত তাড়াতাড়ি খারাপ হয়ে পড়ায় বাড়ছে দুর্ভোগ। তবে প্রশাসন দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়ায় আশার আলো দেখছে এলাকার মানুষ।
Free Access