Success Story : ডুবন্ত অবস্থায় মানুষকে উদ্ধারের দক্ষতা দেখাতে অস্ট্রেলিয়ায় পাড়ি বাঙালি যুবকের
Success Story: Bengali youth migrated to Australia to show his skills in saving people from drowning

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : ডুবন্ত অবস্থায় মানুষকে উদ্ধার করার দক্ষতা দেখাতে সুদূর অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন রিষড়ার তরুণ প্রতিভাবান সাঁতারু তথা লাইফ সেভার মনোজিৎ ঢেঁকি। আগামী ২০ আগস্ট ও ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ভারত থেকে মোট ১৫ জন প্রতিযোগী সেখানে সুযোগ পেয়েছেন। বাংলা থেকে দু’জন। তাঁদেরই একজন মনোজিৎ। জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় একাধিক বার অংশ নেওয়া মনোজিত প্রাক্তন সেনাকর্মী সুদীপ্ত নন্দীর কাছে লাইফ সেভিংয়ের প্রশিক্ষণ নেন। এরপর রাজ্যে স্তরে অংশ নিয়ে সফল হওয়ায় মেলে জাতীয় স্তরে সুযোগ। সম্প্রতি ভাইজাকে অনুষ্ঠিত সেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে অস্ট্রেলিয়ার টিকিট পকেটে পোরেন মনোজিৎ। সেখানে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট ৫০ টি দেশের ৫০০০ প্রতিযোগী অংশ নেবেন। এখন জোরকদমে তারই প্রস্তুতি চলছে মনোজিতের। দিনরাত এক করে জলে নেমে মানুষ বাঁচানোর প্রশিক্ষণ চলছে। অস্ট্রেলিয়ায় ভাল ফল করার লক্ষ্যের পাশাপাশি বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করাই এখন তার প্রথম লক্ষ্য।
সুদীপ্ত জানান, সাঁতার জানলেই ডুবন্ত কাউকে উদ্ধার করা সহজ নয়। তার জন্যই প্রয়োজন লাইফ সেভিং প্রশিক্ষণের। বিষয়টিকে জনপ্রিয় করে তোলা এবং ভাল লাইফ সেভার তৈরি করাই প্রতিযোগিতার উদ্দেশ্য। বাংলা কিংবা আমাদের দেশে এই প্রতিযোগিতার এখনও চল না থাকলেও বিদেশে যথেষ্ট জনপ্রিয় বলেই জানান তিনি।