রাজ্যের খবর

South Dinajpur: ঐতিহ্যের খোঁজে দক্ষিণ দিনাজপুর, হেরিটেজ সপ্তাহে সচেতনতার বার্তা জেলা সোসাইটির

১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করল দক্ষিণ দিনাজপুর জেলা হেরিটেজ সোসাইটি।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: গুপ্ত যুগের নিদর্শন থেকে শুরু করে বখতিয়ার খলজির সাম্রাজ্যের ছাপ—ঐতিহাসিক গুরুত্বের বিচারে দক্ষিণ দিনাজপুর জেলার মূল্য অপরিসীম। সেই ঐতিহ্যকে সামনে রেখেই গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পালিত হচ্ছে ‘বিশ্ব ঐতিহ্য সপ্তাহ’। ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করল দক্ষিণ দিনাজপুর জেলা হেরিটেজ সোসাইটি।বুধবার দুপুরে বালুরঘাটের নালন্দা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত হল একটি আলোচনা সভা।

জেলার ঐতিহ্য কোন কোন জায়গায় নিহিত, ঐতিহ্য বলতে কী বোঝায় এবং এগুলি সংরক্ষণ জরুরি কেন—এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের অনুষ্ঠানে।উপস্থিত ছিলেন জেলা হেরিটেজ সোসাইটির সভাপতি তুহিন শুভ্র মণ্ডল, নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। তুহিনবাবু জানান, “বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে জেলাজুড়ে নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রথম দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আলোচনা সভা করেছি যাতে তারা নিজেদের জেলার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়।”তাঁর দাবি, “এত ঐতিহ্যপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও একটি স্বীকৃত ঐতিহ্যস্থানও এখনও নেই দক্ষিণ দিনাজপুরে।

অথচ ১০০ বছরেরও বেশি পুরোনো অসংখ্য স্থাপনা রয়েছে এখানে। আমরা এবারও সেগুলিকে নথিভুক্ত করার দাবি জানাব।”জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ভাঙচুর বা দখল হওয়ার বিষয়ে প্রশ্ন উঠতেই তুহিনবাবু আক্ষেপ করে বলেন, “এটা সত্যি, বহু ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস বা দখল হয়ে যাচ্ছে। আমরা বহুদিন ধরে বিষয়টি জেলা প্রশাসনকে জানাচ্ছি। পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরও এ বিষয়ে সচেতন করছি।”দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্য রক্ষায় প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগের বার্তাই উঠল এদিনের আলোচনায়।

Related Articles