রাজ্যের খবর
Trending

 সৌগত রায়ের গাড়িতে ধাক্কা,কি হল প্রার্থীর ? সন্দেহ ঠেকায় আটক গাড়ি !

Sougat Roy's car hit, what happened to the candidate? Detained car to prevent suspicion!

The Truth Of Bengal: দমদমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়।পরপর ৩বারের সাংসদ তিনি।এবারের নির্বাচনেও ভোটে দাঁড়িয়ে প্রথম থেকেই জনসংযোগে জোর দিচ্ছেন। শনিবার ভোট প্রচারে সোদপুরে যান সৌগত রায়।

রাতে তিনি প্রচার সেরে ফিরছিলেন তিনি ।সেসময় একটি ম্যাটাডোর এইচবি টাউনের কাছে সৌগত রায়ের গাড়িতে সজোরে ধাক্কা মারে।ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বিদায়ী সাংসদের গাড়ি।গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পিছনের দিকের একাংশ দুমড়ে যায় বলে জানা গেছে।যদিও সৌগত রায় বা তাঁর দলের কোনও কর্মীর গায়ে আঘাত লাগেনি।

কেন ম্যাটাডোরটি ধাক্কা মারে ? কেন তৃণমূল প্রার্থীকে টার্গেট করা হয় ? এতে কী কোনও অন্য উদ্দেশ্য রয়েছে,নাকি নিছকই দুর্ঘটনা।সবটাই নজরে রেখেছে পুলিশ।চলছে জোরদার তদন্ত।চালককে আটক করে পুলিশ চালাচ্ছে জেরা।

Free Access

 

 

Related Articles