
The Truth of Bengal: দার্জিলিংয়ের শৈলশহর সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে। বরফের চাদরে ঢেকে গেছে সান্দাকফুর রাস্তার ঘাট থেকে শুরু করে এলাকার বাড়ি ঘর। তুষারপাত শুরু হতেই আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে হিমাঙ্কের নিচে নামতে শুরু করে দার্জিলিং এর সান্দাকফুতে।
শুক্রবার সকাল থেকেই শুরু হয় তুষারপাত। আর তুষারপাতে সাদা বরফের চাদরে ঢেকে যায় সান্দাকফুর রাস্তার ঘাট থেকে শুরু করে এলাকার বাড়ি ঘর। অপরদিকে তুষারপাত শুরু হতেই আনন্দে মেতে উঠেন পর্যটকরা। তারা বরফের মধ্যে খেলাধুলা, স্লেজিং করে আনন্দ উপভোগ করছেন।
সান্দাকফুতে তুষারপাত শুরু হলেও পাহাড়ের অন্য অংশেও জাঁকিয়ে শীত পড়েছে। সান্দাকফুতে তুষারপাত পর্যটকদের জন্য এক বড় আকর্ষণ। এটি পর্যটন শিল্পকেও চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে।