রাজ্যের খবর
অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম
Siliguri Purnigam demolished the illegal construction

The Truth Of Bengal : ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব শিলিগুড়ি পুরনিগম। শনিবার শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম। জানা গিয়েছে যে ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবৈধভাবে নাগরিক সমিতির অফিস এবং বিল্ডিং এর পার্কিংকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। এর কারণে সমস্যায় পড়তে হচ্ছিল অ্যাপার্টমেন্টের আবাসিকদের।
এই নিয়ে একটি মামলাও হয়।এরপর শিলিগুড়ি পুরনিগমের তরফে একাধিকবার বিল্ডিং এর প্রোমোটারকে নোটিশ পাঠানো হয়। তবে প্রোমোটার তরফ থেকে নোটিশের কোন গুরুত্ব না দেওয়ায়। এদিন অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম। অপরদিকে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।