
The Truth of Bengal: সদ্য উদ্বোধন হয়েছে রামমন্দির। রামলালার মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরে। এখনও গোটা দেশে যার রেশ রয়ে গিয়েছে। শ্রীরামচন্দ্রের প্রতি প্রতি অনন্য ভক্তি প্রদর্শন। রামায়ণের সুন্দর কাণ্ডের বাণী দিয়ে রামলালার একটি চমৎকার ছবি তৈরি করেছেন আসানসোলের শ্বেতা প্রসাদ। শিল্পীর ইচ্ছা, তাঁর আঁকা চিত্রটি যেন অযোধ্যায় রাম লালার মন্দিরে পৌঁছয় এবং সেখানে প্রতিস্থাপিত হয়।
মাত্র এক মাসে নিজের হাতে সুন্দর কাণ্ডের শব্দ ব্যবহার করে শ্রীরামের একটি ছবি এঁকেছেন শ্বেতা। অনেকদিন আগে থেকে এই কাজের বিষয়টি মাথায় ঘুরতে থাকে শ্বেতার। মন্দির উদ্বোধন হওয়ার দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি কাজ শুরু করেন। এখন তাঁর ইচ্ছা, এই শিল্পকর্মটি যেন রাম মন্দিরে স্থাপন করা হয়। রাম আবেগে ভেসে চলা আহবে মেয়ের এমন কীর্তিতে খুশি মা।
তিনি চান অত্যন্ত যত্নে বানানো মেয়ের এই শিল্পকর্মটি স্থান পাক রাম মন্দিরে। রামের ভক্তিতে শ্বেতা এই অনন্য চিত্রকর্মটি তৈরি করেছেন। কিন্তু তাঁর স্বপ্ন এখনও অপূর্ণ। এখন তাঁর একটাই প্রশ্ন কবে অযোধ্যায় রাম মন্দিরে তার চিত্রকর্মটি স্থাপিত হবে? তাই শ্বেতা-সহ পরিবারের সবাই চাইছেন যে কোনও উপায়ে এই শিল্পকর্মটি পৌঁছে যাক অযোধ্যায়। সেখানে মন্দিরে স্থান পাক।