পড়া না পারায় পড়ুয়াকে বেধড়ক মার, স্কুল শিক্ষকের বিরুদ্ধে দায়ের অভিযোগ
School teacher charged with assault for not being able to study

Truth Of Bengal: বাংলা পড়া না পারায় চতুর্থ শ্রেণি এক পড়ুয়াকে প্রথমে নিলডাউন তাতেও আক্রোশ না মেটায় বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কাহনকিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অশোক কুমার বিশ্বাস। তার বিরুদ্ধে গাইঘাটা বিডিও এবং স্কুল ইন্সপেক্টরের কাছে অভিযোগ দায়ের করেছে পড়ুয়ার পরিবার। পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময়ে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ তুলে অভিযুক্ত শিক্ষকের বদলির দাবি জানিয়ে ব্লক স্কুল ইন্সপেক্টরের কাছে মার্চপিটিশন জমা দিয়েছেন অভিভাবকেরা ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এই মাসের ১৮ তারিখে চতুর্থ শ্রেণীর পড়ুয়া রুদ্র দাস বাংলা পড়া না পাড়ায় শিক্ষক অশোক কুমার বিশ্বাস রুদ্রকে প্রথমে নীলডাউন করান । তাতেও তার আক্রোশ না মিটলে রুদ্রর মুখে চড় মারেন এবং দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে দেন। পরিবারের দাবি, শিক্ষকের মারে মুখে দাগ পড়ে যায় রুদ্রর। সেইসঙ্গে কান দিয়ে রক্ত ঝরেছে। অসুস্থ হয়ে পড়লেও তাকে স্কুল থেকে ছাড়া হয়নি । এমনকি এই ঘটনা বাড়িতে না জানানোর জন্য তাকে ভয় দেখানো হয়েছে।
অন্যান্য অভিভাবকদের দাবি, স্কুলের শিক্ষক অশোক বাবু বিভিন্ন সময় পড়ুয়াদের উপরে অমানষিক অত্যাচার করে। তার ভয়ে স্কুলে যেতে চায়না। ফলে এই শিক্ষকের বদলি চাইছেন তারাও। এই ঘটনা প্রসঙ্গে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন,’ আমরা অভিযোগ পেয়েছি। পরিবারের সদস্যরা যদি চায় থানায় অভিযোগ করানো হবে।‘ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, ‘ ঘটনার পর থেকে ওই শিক্ষক স্কুলে আসছে না। তিনি অসুস্থ বলে জানিয়েছে। অভিভাবকদের কাছ থেকে বিষয়টি জানতে পেড়ে তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।‘