রাজ্যের খবর

এখনও নাকি অগ্নিগর্ভ সন্দেশখালি, বাস্তব ছবি অন্য কথা বলছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা হল নির্বিঘ্নে, এলাকার জনজীবন স্বাভাবিক

Sandeshkhali student in Hs Exam

The Truth of Bengal: গোটা দেশের কাছে এক অন্যরকম সন্দেশখালিকে তুলে ধরা হচ্ছে। বারবার বলা হচ্ছে এলাকা অগ্নিগর্ভ, অশান্ত। আদতে বর্তমানে সন্দেশখালির বাস্তব অবস্থা এখন কেমন? সেখানে কি এখনও সত্যিই আগুন জ্বলছে? এলাকার মানুষ আতঙ্কিত পরিবেশে বাস করছে? সন্দেশখালির একাংশের ছবি সংবাদ মাধ্যমে দেখে নানারকম ধারণা করা করা হচ্ছে আপাত শান্ত এই বিস্তীর্ণ জনপদ সম্পর্কে। অশান্তির আবহ পার করে এখন কেমন পরিবেশ সন্দেশখালিতে? এখন সেখানে কতটা জ্বলছে অশান্তির আগুন? সেই ছবি উঠে এল আমাদের ক্যামেরায়, সেটাই তুলে ধরবো আপনাদের সামনে।

১। শুক্রবার ছিল উচ্ছ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। অনেকের মনে প্রশ্ন ছিল, পরীক্ষা দিতে পারবে তো সেখানকার পরীক্ষার্থীরা? যা খুব স্বাভাবিক প্রশ্ন। তবে এখন অশান্তি যেখানে নেই সেখানে ভয় কীসের? না কোনও ভয় দেখা গেল না পরীক্ষার্থীদের মনে। দেখুন সেই ছবি। পরীক্ষার্থীদের দেখে আপনারাই বিচার করুন, কোন পরিবেশে পরীক্ষা দিল তারা। আমাদের ক্যামেরা খুঁজে পেল না কোনও আতঙ্কগ্রস্ত পরীক্ষার্থীকে।

২। অন্য সময় যা থাকে এখনও তেমন পরিবেশ আছে। গ্রাম্য এলাকায় হাটে বাজারে ভিড় সাধারণ মানুষের। সব কিছু চলছে স্বাভাবিক। খোলা দোকানবাজার। মানুষ আসছে। আতঙ্কের পরিবেশ হলে সেখানে এই ছবি কি দেখা যেত? এলাকা ঘুরে তেমন আতঙ্কের ছবি দেখতে পেলাম না আমরা। কয়েকদিন আগে বিচ্ছিন্ন অশান্তি ছড়ালেও এখন সন্দেশখালির গ্রামগুলিতে নেই কোনও অশান্তি। তবে এখন যা কিছু অশান্তি হচ্ছে তা হচ্ছে সন্দেশখালির বাইরে। যেখানে রাজনৈতিক নেতাদের বিভিন্ন কার্যকলাপ দেখা যাচ্ছে। আর সেই ঘটনা সন্দেশখালির সঙ্গে মিলিয়ে বলা হচ্ছে অশান্তির হটস্পট সন্দেশখালি।

৩। নদীনালা দিয়ে ঘেরা গোটা এলাকা। এখানকার মানুষের যাতায়াতের মাধ্যম নদীপথ। সকাল থেকে ভিড় উপচে পড়ে বিভিন্ন ফেরিঘাটে। সেই সব ফেরিঘাটে আগের মতো ছবি। আছে ব্যস্ততা। মানুষ যাচ্ছে নিজের নিজের কাজে। যদি সন্দেশখালি সত্যিই আতঙ্কপুরী হতো, তা হলে সেখানে কি এই ছবি দেখা যেত? কি বিশ্বাস হচ্ছে? অন্য জায়গার ছবি মনে হচ্ছে কি? না, এটা সন্দেশখালির ছবি।

যা দেখলেন সেটাই সন্দেশখালির এখনকার বাস্তব ছবি। আর সেই পরিবেশ বজায় রাক্ষার জন্য সচেষ্ট প্রশাসন। কড়া নজর রাখছে এলাকায়। তবে কিছু রাজনৈতিক দল এখানে অশান্তির আবহ সৃষ্টি করে ফায়দা তুলতে চায়। তাই বারবার সেখানে যেতে চাইছেন তারা। এলাকার শান্তির পরিবেশ বজায় রাখতে তাদের আটকানোর জন্য পুলিশ ব্যারিকেড করে রাখছে। আর তাতে বলা হচ্ছে, অশান্তির হটস্পট সন্দেশখালি, আতঙ্কপুরী সন্দেশখালি। যা বলা হচ্ছে সেটা আপনারা শুনেছেন। আর আমরা যা দেখালাম সেটা আপনারা দেখলেন। এবার বিচার করার ভার আপনাদের।

Related Articles