
The Truth of Bengal: ছোট বেলায় গাঁয়ে বিদ্যুৎ ছিল না, ছিল না পোক্ত রাস্তা। একেবারে পিছিয়ে পড়া এলাকার মানুষ তিনি। জীবনকে খুব কাছ থেকে দেখেছেন সুন্দরবনের সমীর মণ্ডল। বদ্বীপ অঞ্চল থেকে লড়াই করে উঠে আসা সেই সমীর মণ্ডলই এখন স্কুলের শিক্ষক। কালি–কলমের জগতে আলোর দিশা দেখানোর পর সমাজে আরও আলো ছড়ানোর সঙ্কল্প করেছেন তিনি।
তাই দরিদ্রও পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদের পড়ানোর জন্য সুভাষগ্রামে একটি স্কুল গড়ে তুলেছেন। ২০১০ থেকে ৯৭ জন শিক্ষার্খীকে নিয়েই পথ চলা শুরু করেন তিনি। অর্থ যাতে প্রতিবন্ধকতা না হয় সেজন্য গরিব ঘরের ছেলেদের দরদ দিয়ে পড়ান। আধুনিক শিক্ষার পাঠ দিয়ে বিকল্প পাঠশালাকে সমাজগঠনের কারখানা করে তুলেছেন বিবেকানন্দ বিদ্যানিকেতনের এই দক্ষ কারিগর। ২০১০ থেকে গড়ে ওঠা এই স্কুলে এখন আধুনিকমানের শিক্ষা দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১১০০ পেরিয়েছে। শিক্ষা গ্রহণ করতে অর্থ কোনও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি শিক্ষার্থীদের বা তাদের পরিবারের মনে। এই অঞ্চলের যে কোন শ্রেণীর মানুষের আজ একমাত্র ভরসা এই শিক্ষা প্রতিষ্ঠানটির উপর। ১৪ বছর ধরে তিল তিল করে তিনি এই শিক্ষাঙ্গনকে মানুষ গড়ার মন্দির করে তুলেছেন। সমাজের আরও অন্যান্য মানুষ এভাবেই সমাজশিক্ষার আদর্শ ভাবনাকে গ্রহণ করুক চায় সুভাষগ্রামের শিক্ষানুরাগীরা।