রাজ্যের খবর
সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা
Byron Biswas' house raided by central agency

The Truth of Bengal: মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে ও হাসপাতালে বুধবার একযোগে কেন্দ্রীয় সংস্থার হানা। আয়কর দপ্তরের একটি টিম বিধায়কের সামশেরগঞ্জের বাড়িতে ও হাসপাতালে তল্লাশি চালায়।
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকালে বিশাল গাড়ির বহর এসে পৌঁছায় বাইরন বিশ্বাসের বাড়িতে। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাড়িটি। তারপরই শুরু হয় তল্লাশি অভিযান।
তল্লাশির সময় বিধায়ক বাইরন বিশ্বাস বাড়িতে ছিলেন না। তবে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তল্লাশির সময় বিধায়কের পরিবারের সদস্যদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র ও কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়।
তল্লাশির কারণ সম্পর্কে এখনও অবশ্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সূত্রের দাবি, বিধায়কের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা।