ডায়মন্ড হারবারে শহরের আবর্জনা স্তূপে পচা গলা দেহ এলাকায় চাঞ্চল্য
Rotting bodies in the city's garbage dump in Diamond Harbor are a sensation in the area

The Truth Of Bengal: শহরের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হল এক যুবকের পচা গলা দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার স্টেশন বাজার এলাকায়। মৃত যুবকের নাম দিপু পন্ডিত। ডায়মন্ড হারবার পুরসভার রায় নগরের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশন বাজার সংলগ্ন এলাকার একটি আবর্জনার স্তুপে পচাগলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ডায়মন্ডহারবার থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মর্গে মৃতদেহটি পাঠায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন দিপু পণ্ডিত। সোমবার দুপুরে উদ্ধারের ঘটনায় পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার দেহ শনাক্ত করেন। অন্য দিকে পুলিশের প্রাথমিক অনুমান মৃগী রোগে আক্রান্ত ছিল দিপু পণ্ডিত। মদ্যপ অবস্থায় আবর্জনার স্তুপে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। অন্যদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।