রাজ্যের খবর

প্রতিমা নিরঞ্জনে গণ্ডগোল, গুরুতর জখম ৩

Riot at Niranjan statue, 3 seriously injured

Truth Of Bengal: প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ফের কৃষ্ণনগরে দু’টি ক্লাবের মধ্যে মারামারি, গণ্ডগোল। যার জেরে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত ৩ জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণনগর দাসপাড়া এবং তুফান সংঘের ঠাকুর নিরঞ্জনের পথে যাওয়ার সময় দু’টি বারোয়ারির সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

সেই ঘটনা পৌঁছে যায় মারামারিতে। ভাঙা হয় প্রতিমার জিনিসপত্র। পথচলতি মানুষকেও মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে কোতোয়ালী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় দুই ক্লাবের মধ্যে মারামারিতে আহত হন বেশ কয়েকজন। পুলিশ তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হওয়ায় এদের মধ্যে দু’জনকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। অন্যদিকে এই ঘটনার আর যাতে কোনও পুনাবৃত্তি না হয় তার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় রয়েছে পুলিশ বাহিনী।

Related Articles