রাজ্যের খবর

হনুমানের তান্ডবে ঘরবন্দি এলাকাবাসী, আহত একাধিক, ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা

Residents trapped in Hanuman's stampede, several injured, forest department staff at the scene

The Truth Of Bengal :  নদিয়া, মাধব দেবনাথ : নদিয়ার মাজদিয়া বেলডাঙ্গা এলাকাজুড়ে ক্ষিপ্ত হনুমানের আক্রমণে আহত একাধিক,ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা পারা যায়, বুধবার বিকেল থেকে শুরু হয় নবদ্বীপ থানার অন্তর্গত মাজদিয়া বেলডাঙ্গা এলাকায় একটি পূর্ণবয়স্ক পুরুষ হনুমানের তাণ্ডব। যার জেরে বুধবার কমবেশি আহত হন ১০ থেকে ১৫ জন মানুষ। বুধবারের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ফের ক্ষিপ্ত হনুমানের আক্রমণ। যা অব্যাহত থাকে দুপুর পর্যন্ত। ২০ থেকে ২৫ জন ঐ ক্ষিপ্ত হনুমানের আক্রমণের শিকার হন। গ্রামবাসীদের অভিযোগ ক্ষিপ্ত হনুমানের তাণ্ডবের জেরে গ্রামের প্রতিটি মানুষ এক প্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছে,বনদপ্তরকে জানানো হলে তারা একটি খাঁচা নিয়ে ঘটনাস্থলে আসে।  এরপর তারা খাঁচা রেখে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। এমতাবস্থায় গ্রামবাসীরা নিরাপত্তা অভাব বোধ করছেন বলে জানান।

Related Articles