রাজ্যের খবর

চুঁচুড়ায় পথ-কুকুরের সেবায় এগিয়ে এলেন কাউন্সিলর থেকে বাসিন্দারা

Residents from councilors came forward to serve the path-dogs in Chunchura

Truth Of Bengal: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে পা কাটা পড়েছিল একটি পথ কুকুরের। কুকুরটি যন্ত্রণায় ছটফট করছিল তাকে সাহায্য করতে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলর। পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে শুরু হল তার চিকিৎসা।

হুগলির ঘাট রেলস্টেশনে শুক্রবার সকালে রেল লাইনের ওপরে ট্রেনের ধাক্কায় একটি পা কাটা পড়ে ও তিনটি পা গুরুতর জখম হয় একটি কুকুরের।

স্থানীয় একজন ঘটনাটি দেখতে পান কুকুরটি নড়াচাড়া করছে কিন্তু হাঁটাচলা করার ক্ষমতা নেই তার। কুকুরটি কাতরভাবে আর্তনাদ করতে থাকে। তৎক্ষণাৎ ওই এলাকার যারা টোটোচালক রয়েছেন তারা দৌড়ে আসেন কুকুরটিকে উদ্ধারের জন্য। কিন্তু কুকুরটির অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে নিজে থেকে তার গায়ে হাত দেওয়ার সাহস করে উঠতে পারছিলেন না কেউই। সেই সময় খবর পৌঁছায় স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তের কাছে। কাউন্সিলর তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে। কুকুরটিকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসকের কাছে। এখন তার চিকিৎসা চলছে, পশু চিকিৎসক কুনাল চক্রবর্তী জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হবে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ট্রেনে তার একটি পা কাটা পড়েছে। তিনটি পা যখন হয়েছে, তারা কুকুরটিকে আর্তনাদ করতে দেখে চুঁচুড়া আরোগ্যতে খবর দেন। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। কুকুরটিকে উদ্ধার করে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। কুকুরটি সুস্থ হলে তাকে এক পশুপ্রেমী সংগঠন যারা এই ধরনের কুকুর বিড়ালদের সংরক্ষণ করে তাদের কাছে দিয়ে যাওয়া হবে। মূলত মানুষের সবথেকে কাছের বন্ধু হচ্ছে কুকুর। তারা রাতভর জেগে এলাকা পাহারা দেয়। আজ যখন সে বিপদে পড়েছে তখন সকল মানুষের কর্তব্য তার সাহায্যের জন্য এগিয়ে আসা। সেই কাজই করেছে চুঁচুড়ার মানুষজন।

Related Articles