পুজোর আগেই হারানো ফোন ফিরে পেয়ে খুশি প্রাপকরা
Recipients are happy to get their lost phone back before Puja

Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজী : পুজোর ঠিক আগেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন প্রাপকরা। বসিরহাট থানার বিভিন্ন এলাকা থেকে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসে প্রচুর মোবাইল ফোন গ্রাহকদের কাছ থেকে হারিয়ে যায়। তিন মাস ধরে সেই হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগ জমা পড়ে বসিরহাট থানায়। সেই অভিযোগ পেয়ে তদন্তে নামে বসিরহাট থানার পুলিশ। তদন্তে নেমে উদ্ধার করে ৮০টি মোবাইল ফোন।
শনিবার সেই মোবাইল গুলি তাদের মালিকদের উপযুক্ত নথিপত্র দেখে তাদের হাতে তুলে দেন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চট্টোপাধ্যায় ও বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়রা। এক মোবাইল প্রাপক জয়দেব সেন বলেন, “ঠিক পুজোর আগেই এই মোবাইল ফোন ফিরে পাওয়ায় আমরা যথেষ্ট আনন্দিত।”
বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “বসিরহাট থানার একটি টিমের সহযোগিতায় ও বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের অনুপ্রেরণায় আমরা পুজোর আগে প্রকৃত প্রাপকদের হাতে মোবাইল ফেরত দিতে পেরে আনন্দিত বোধ করছি।”