রাজ্যের খবর

নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে,উপকূলের জেলায় সতর্কতা

Rain will increase due to low pressure

Truth of Bengal: সোমবার সকাল সাড়ে ১১টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মঙ্গলবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে একথা জানিয়েছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। তিন বৃহস্পতিবার থেকে প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড় ১০০থেকে ১২০ কিলোমিটার বইতে পারে। যারজন্য দুই ২৪পরগনা,দুই মেদিনীপুর সহ বেশকিছু জেলায় তুমুল বৃষ্টি হবে। নিম্নচাপ মোকাবিলায় নবান্নও প্রস্তুতি নিয়েছে।

ফের দুর্যোগের ঘনঘটা।আবার উপকূলের জেলাগুলোতে দাপট দেখাতে তৈরি ঘূর্ণিঝড়। সোমবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়। সকাল সাড়ে ১১ টার সময় এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। ২২ তারিখ অর্থাত্ মঙ্গলবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৩ তারিখ অর্থাত্ বৃহস্পতিবার এটা ঘূর্ণিঝড় হয়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় অগ্রসর হবে উত্তর-পশ্চিম দিকে উত্তর উড়িষ্যা এবং সাগর আইল্যান্ডের দিকে, পরী ও সাগর আইল্যান্ড।

২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখের সকালের মধ্যে তা শক্তি বাড়াতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার। প্রতি ঘন্টায় কোথাও কোথাও আবার ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের এর জন্য সতর্কতা জারি করা হয়েছে। ২৩ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত তারা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যায়। ২৩ তারিখ থেকে উপকূল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের শুরু হবে ,দু এক জায়গায় ভারী বৃষ্টি ও দেখতে পাওয়া যাবে। দক্ষিণ ২৪ পরগনা উত্তর 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর। ২৪ তারিখ এবং ২৫ তারিখে এই দুদিন সবচেয়ে খারাপ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উপকূল অবস্থিত জেলাগুলিতে।

২৪ এবং ২৫ তারিখ দুদিনই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার ভারীও বৃষ্টি দেখতে পাওয়া যাবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ,কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৪ তারিখে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।

ঘূর্ণিঝড় দাপট দেখানোয় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে। বুধবার থেকে সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের।

বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাই নবান্ন এই ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলাপ্রশাসন গুলোকে সতর্ক থাকতে বলেছে। প্রশাসন প্রচারে নেমেছে উপকূলবর্তী এলাকায়,যাতে কেউ সমস্যাসঙ্কুল এলাকায় না যান।

Related Articles