রাজ্যের খবর
গ্রামীণ পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রী প্রদান
Providing educational materials to students under the initiative of rural police and voluntary organizations

The Truth Of Bengal, Hooghly: শিক্ষাই আগ্রহের মূল চাবিকাঠি। এই কথা মাথায় রেখে হুগলী জেলার গ্রামীণ পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল নানান ধরনের শিক্ষার সামগ্রী। উপস্থিত ছিলেন একাধিক ব্যক্তিবর্গ।
শিক্ষাই আগ্রহ বাড়াতে সাহায্য করে। এবার অভিনব উদ্যোগ হুগলী জেলার গ্রামীণ পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের। জানা যায়, বুধবার প্রায় ৩০০ বেশি ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষার নানা সামগ্রী। তাই সকাল থেকেই একেবারে সাজ সাজ রব। কামারপুকুরের মুধুবাটি এলাকায় এই অনুষ্ঠান পালন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী জেলার অন্তরগত আরামবাগের এস.ডি.পি.ও, সি.আই সহ গ্রামীণ পুলিশের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শুধু তাই নয়, এদিন বিভিন্ন স্কুলের ছাত্রী সহ শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।
FREE ACCESS