রাজ্যের খবর

ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ! কড়া নজরদারি বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে

Potato export to other states banned! Strict surveillance at Bengal-Jharkhand border

Truth Of Bengal: ভিন রাজ্যে আলু রফতানিতে রাশ টানতে উদ্যোগী প্রশাসন। বুধবার রাত থেকেই কড়া নজরদারি আসানসোলের কুলটির বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে। আলু বোঝাই লরি দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফে।

ঘটনাস্থলে নজরদারি চালাচ্ছে কুলটি ট্রাফিকগার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। লরি দেখলেই থামানো হচ্ছে। তারপর চাওয়া হচ্ছে নথি। জানা যাচ্ছে, লরিতে আলু থাকলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। বাংলার বাইরে কোন আলু যাতে যেতে না পারে তার প্রতি সজাগ দৃষ্টি দিয়েছেন প্রশাসনিক কর্তারা।

একজন লরিচালক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তাকে গাড়ির মালিক বলেছে ঝাড়খণ্ডে গাড়ি নিয়ে গিয়ে আলু পৌঁছে দিতে হবে। সেই মতোই সে কাজ করে। কিন্তু ডুবুরডিহি চেকপোস্টে পুলিশের তরফে আটকানো হয় তার গাড়ি। দেখতে চাওয়া হয় কাগজ পত্র। তারপর আলু বোঝাই দেখেই তাকে গাড়ি ঘুরিয়ে নিতে বলা হয়। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত প্রশাসনের তরফে? ওয়াকিবহল মহলে উঠছে এমন প্রশ্ন। সংবাদ মাধ্যমের সামনে এবিষয়ে মুখ খোলেননি কোন পুলিশকর্তা।

Related Articles