লাল চন্দন গাছ পুঁতে পরিবেশ বার্তা হুগলিতে
Planting red sandalwood trees, environmental message in Hooghly

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: হুগলি জেলার প্রেস ক্লাবের দ্বাদশ-পূর্তি উৎসবের সূচনা হলো। শ্রীরামপুর পৌরসভা উদ্যোগে তৈরি হুগলি প্রেস ক্লাব ভবনটি। ২০১৩ সালে ১৩ই সেপ্টেম্বর সিঙ্গুরে রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠক থেকে অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে হুগলি প্রেস ক্লাবে ভবনটির দ্বারোদ্ঘটন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সকালে, বাংলা তথা ভারতবর্ষের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামপুর কলেজের সামনে কিছু লাল চন্দন গাছ পুতে অনুষ্ঠানের সূচনা করা হল। হুগলি জেলা প্রেস ক্লাবের সদস্যরা এই বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।
বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, শ্রীরামপুর পুর সভার প্রধান গিরিধারী সাহা, বৈদ্যবাটির পুর প্রধান পিন্টু মাহাত, শ্রীরামপুরের চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং চেয়ারম্যানিং ইন কাউন্সিল পিন্টু নাগ শ্রীরামপুর পুলিশ স্টেশনের আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বিশিষ্টজনেরা জনেরা সংগঠনের দ্বাদশ বর্ষ পূর্তি উ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে যাতে এই সংগঠন স্বমহিমায় এগিয়ে যান সেই কামনা করেন বিকালে বাংলার প্রথিতজশা শিল্পীরা এক রঙ্গিন সন্ধ্যায় অংশ নিয়ে সংগীত পরিবেশন করবেন।