ঝাড়গ্রামে হাতির মৃত্যু! নড়েচড়ে বসল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন
Paschim Medinipur district administration was shaken due to the death of elephant in Jhargram

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- ঝাড়গ্রামে হুলা বিদ্ধ হয়ে এক হাতির মৃত্যু হয়। অভিযোগের আঙুল ওঠে হুলা পার্টির সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়৷ ঐ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী। বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর, খড়গপুর ও রূপনারায়ণ বনবিভাগের ডিএফও, অন্যান্য বন আধিকারিক, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং হুলাপার্টির সদস্যরা।
এদিকে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “হাতির গতিপথ কোনওভাবেই আমরা নিয়ন্ত্রণ করতে পারব না ৷ কিন্তু এভাবে হাতি দেখা গেলে কয়েকহাজার মানুষ সেখানে ভিড় করেন। বনদফতরের কর্মীরা সেখানে থাকলেও তাঁদের কাজ করতে অসুবিধা হয়। তাই আগামী দিনে যদি এ ধরনের ঘটনায় সাধারণ মানুষকে ভিড় করতে দেখা যায়, সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ আমরা দেখছি, এই বিষয় নির্দিষ্ট বন দফতরের কোনও আইনে রয়েছে কি না ৷ যদি না-থাকে তাহলে, নতুন আইন তৈরির বিষয়েও ভাবনাচিন্তা করা হবে।