রাজ্যের খবর

শুভেন্দুর উস্কানিমুলক মন্তব্যে ভোট ব্যাঙ্কে ধাক্কা লাগবে, মনে করছে দলের নেতারা

Party leaders feel that Subhendu's provocative comments will hurt his vote bank

Truth Of Bengal: ছাব্বিশে জিতে এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়ার হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই উস্কানিমূলক মন্তব্যে ক্ষুব্ধ বিজেপির সংখ্যালঘু কর্মীরা। বসিরহাটের স্বরূপনগরের বিজেপি কর্মীদের সাফকথা, সবকা সাথ সবকা বিকাশের নামে প্রতারণা করা হচ্ছে। সংখ্যালঘুদের নিয়ে শুভেন্দু-র মন্তব্যে ভোটব্যাঙ্কে ধস নামার আশঙ্কা করছেন বিজেপির মণ্ডলের নেতারাও।

ছাব্বিশে বিজেপি ক্ষমতায় ফিরলে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়ার হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। তাতে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে। বিজেপির একাংশের স্পষ্ট বক্তব্য,৭০-৩০-র ভাগ করতে গিয়ে বিজেপি তো খাদের কিনারায় দাঁড়িয়েছে। এরপরেও কেন শুভেন্দু অধিকারী শিক্ষা নিচ্ছেন না ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বেফাঁসও বিতর্কিত মন্তব্যে বিজেপির মধ্যেই আরও প্রশ্ন উঠল।

খোদ দিলীপ ঘোষ,শুভেন্দু-র মন্তব্য খারিজ করে দিয়েছেন। দিলীপের মতে,এই ধরণের বিষয়ে রাজনীতি হওয়া উচিত নয়,   গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হওয়া কাম্য। আর দিলীপ ঘোষের মতোই বিজেপির সংখ্যালঘু কর্মীরাও ক্ষুব্ধ। সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করছেন স্বরূপনগরের বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের একাংশের বোধোদয়, বেফাঁস মন্তব্যে রাজ্যে বিজেপির বেহাল দশা বেআব্রু হচ্ছে।

মণ্ডল সভাপতিও মেনে নিচ্ছেন,বসিরহাটে ৪০শতাংশ সংখ্যালঘু মানুষ রয়েছে। সেই সংখ্যালঘু মানুষদের মধ্যে অনেকেই বিজেপিকে সমর্থন করেন। কিন্তু, আগামী দিনে তাঁরা সরে যেতে পারেন বলে আশঙ্কা করছেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা।তৃণমূল কংগ্রেস বলছে,বিজেপির মুখোশ খসে পড়ছে।

মুখও মুখোশের আড়াল ঢেকে রাজনীতি করা পদ্ম শিবির এখন উগ্র হিন্দুত্বে শান দিতে গিয়ে সেমসাইডে গোল করে ফেলছে। আর বিজেপির সেই কৌশল ধরে ফেলছে বাংলার মানুষ, টের পাচ্ছে বিজেপির সংখ্যালঘু কর্মীরাও। তাই বিধানসভার আগে শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্য বিজেপিকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে সংখ্যালঘু এলাকায়।

Related Articles