রাজ্যের খবর

ছেলে-সহ পঞ্চায়েত সদস্যকে তুলে নিয়ে গেল বিজেপি, উত্তেজনা পুড়শুড়ায়

Panchayat member along with son was taken away by BJP, the tension was high

The Truth of Bengal: ভোট কেন্দ্র থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা পুড়শুড়ার বালিপুর পঞ্চায়েতের দাসপুর ২৭১ নম্বর বুথ এলাকায়। তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণ ভোট চলাকালীন তাদের পঞ্চায়েত সদস্য রমেশ বেরা ও তাঁর ছেলেকে বিজেপির দুষ্কৃতীরা মারতে মারতে তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত তাদের কোনও খবর পাওয়া যায়নি বলেই দাবি তৃণমূলের। ঘটনার পর তৃণমূলের তরফে থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

তাদের দিকে অভিযোগ উঠলেও বিজেপির পাল্টা অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তাদের এক কর্মীর পকেটে তৃণমূলের লোকজন বন্দুক ও বোমা ঢুকিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। আর সে কারণেই উত্তেজনার বসে তাদের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন স্থানীয় বিজেপি নেতারা।

Related Articles